ঢাকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার রাশমিকা প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন

  • পোস্ট হয়েছে : ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • 87

বিজনেস আওয়ার প্রতিবেদক : ‘গীতা গোবিন্দাম’, ‘ডিয়ার কমরেড’—বিজয় দেবারকণ্ডার সঙ্গে আলোচিত দুই ছবি করেছেন রাশমিকা মানদানা। শুধু ছবি করেই শেষ নয়, নিয়মিত তাঁদের দেখা যায় শুটিং সেটের বাইরেও।

তাই দক্ষিণ ভারতের দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। এমনকি মাঝে তাঁদের বিয়ের গুজবও শোনা গেছে।

বিজয়ের সঙ্গে প্রেমের খবর নিয়ে অবশ্য কখনোই মুখ খোলেননি রাশমিকা। অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন। তবে তাঁর জবাব অনেকটা ‘ধরি মাছ না ছুঁই পানি’ টাইপের। ‘আমার কাছে ভালোবাসা হলো একের প্রতি অন্যের সম্মান, সময় দেওয়া। এটা তখনই হবে যখন আপনি তার সঙ্গে নিরাপদ বোধ করবেন। ভালোবাসা বোঝানো কঠিন, কারণ এটা অনুভবের বিষয়। ভালোবাসা তখনই হয়, যখন দুই পক্ষ থেকেই সেটা কাজ করে। ’

বিজয় প্রসঙ্গে জবাব এড়িয়ে গেলেও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন ‘পুষ্পা’ অভিনেত্রী, ‘বিয়ের জন্য আমার বয়স এখনো কম, তাই কবে এটা [বিয়ে] হবে বলা মুশকিল। বিয়ে নিয়ে ভাবিইনি। তবে এটা বলতে পারি যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব তাকেই বিয়ে করতে চাই। ’

এ বছরই রাশমিকার বলিউড অভিষেক হওয়ার কথা। তবে তারও আগে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর বহুল আলোচিত তেলুগু ছবি, ‘আদাভালু মিকু জোহারলু’।

বিজনেসে আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

এবার রাশমিকা প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন

পোস্ট হয়েছে : ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ‘গীতা গোবিন্দাম’, ‘ডিয়ার কমরেড’—বিজয় দেবারকণ্ডার সঙ্গে আলোচিত দুই ছবি করেছেন রাশমিকা মানদানা। শুধু ছবি করেই শেষ নয়, নিয়মিত তাঁদের দেখা যায় শুটিং সেটের বাইরেও।

তাই দক্ষিণ ভারতের দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। এমনকি মাঝে তাঁদের বিয়ের গুজবও শোনা গেছে।

বিজয়ের সঙ্গে প্রেমের খবর নিয়ে অবশ্য কখনোই মুখ খোলেননি রাশমিকা। অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন। তবে তাঁর জবাব অনেকটা ‘ধরি মাছ না ছুঁই পানি’ টাইপের। ‘আমার কাছে ভালোবাসা হলো একের প্রতি অন্যের সম্মান, সময় দেওয়া। এটা তখনই হবে যখন আপনি তার সঙ্গে নিরাপদ বোধ করবেন। ভালোবাসা বোঝানো কঠিন, কারণ এটা অনুভবের বিষয়। ভালোবাসা তখনই হয়, যখন দুই পক্ষ থেকেই সেটা কাজ করে। ’

বিজয় প্রসঙ্গে জবাব এড়িয়ে গেলেও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন ‘পুষ্পা’ অভিনেত্রী, ‘বিয়ের জন্য আমার বয়স এখনো কম, তাই কবে এটা [বিয়ে] হবে বলা মুশকিল। বিয়ে নিয়ে ভাবিইনি। তবে এটা বলতে পারি যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব তাকেই বিয়ে করতে চাই। ’

এ বছরই রাশমিকার বলিউড অভিষেক হওয়ার কথা। তবে তারও আগে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর বহুল আলোচিত তেলুগু ছবি, ‘আদাভালু মিকু জোহারলু’।

বিজনেসে আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: