ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঈদুল আজহাতেও সীমিত পরিসরে চালবে ট্রেন: রেলমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সীমিত পরিসরে ট্রেন চালবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৮ জুলাই) ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় তিনি এসব কথা ব‌লেন।

এ সময় রেলমন্ত্রী বিমানবন্দর রেল স্টেশনের প্লাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখা‌নে প্লাটফ‌র্মের উচ্চতা ট্রে‌নের উচ্চতার সঙ্গে সমন্বয় করা হ‌চ্ছে। এরপর সেখান থে‌কে প‌রে তিনি গাজীপুর জেলার জয়দেবপুর রেলও‌য়ে স্টেশন পরিদর্শন করেন।

রেলমন্ত্রী বলেন, করোনারোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলবে। টিকিটও বিক্রি হবে শুধু মাত্র অনলাইনে। বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্লাটফর্ম উঁচু করা হচ্ছে। ফলে টিকিট বিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না।

নূরুল ইসলাম সুজন ব‌লেন, জয়‌দেবপুর ‌থে‌কে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হ‌বে। এছাড়া ঢাকা থে‌কে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থে‌কে জয়‌দেবপুর পর্যন্ত ডাবল লাই‌নের কাজ চল‌ছে। ডাবল লাইনের কাজ শেষ হ‌লে ঢাকার ম‌ধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যা‌বে।

এ সময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সে‌লিম রেজা, রেলও‌য়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলও‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/১৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদুল আজহাতেও সীমিত পরিসরে চালবে ট্রেন: রেলমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সীমিত পরিসরে ট্রেন চালবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৮ জুলাই) ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় তিনি এসব কথা ব‌লেন।

এ সময় রেলমন্ত্রী বিমানবন্দর রেল স্টেশনের প্লাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখা‌নে প্লাটফ‌র্মের উচ্চতা ট্রে‌নের উচ্চতার সঙ্গে সমন্বয় করা হ‌চ্ছে। এরপর সেখান থে‌কে প‌রে তিনি গাজীপুর জেলার জয়দেবপুর রেলও‌য়ে স্টেশন পরিদর্শন করেন।

রেলমন্ত্রী বলেন, করোনারোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলবে। টিকিটও বিক্রি হবে শুধু মাত্র অনলাইনে। বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্লাটফর্ম উঁচু করা হচ্ছে। ফলে টিকিট বিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না।

নূরুল ইসলাম সুজন ব‌লেন, জয়‌দেবপুর ‌থে‌কে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হ‌বে। এছাড়া ঢাকা থে‌কে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থে‌কে জয়‌দেবপুর পর্যন্ত ডাবল লাই‌নের কাজ চল‌ছে। ডাবল লাইনের কাজ শেষ হ‌লে ঢাকার ম‌ধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যা‌বে।

এ সময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সে‌লিম রেজা, রেলও‌য়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলও‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/১৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: