বিজনেস আওয়ার প্রতিবেদক : বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান। গত বছরের ২০ ফেব্রুয়ারি পরপারে পাড়ি জমান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নাটক-চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠন বরেণ্য এই শিল্পীকে নিয়ে কোনো আয়োজন করেনি।
গত এক বছরে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের আয়োজনের খবর পাননি বলে আক্ষেপ করেছেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী। এ প্রসঙ্গে রুনি বলেন, ‘মৃত্যুর এক বছরে তার পরিবার কেমন আছে-সে খবর কেউ নেয়নি। এটিএম শামসুজ্জামানকে নিয়ে সিনেমা কিংবা নাটকের কেউ কোনো আয়োজন করেছেন— এমন কোনো খবরও আমাদের কাছে নেই। আমরা পারিবারিকভাবে কোরআন খতম, এতিমদের খাওয়ানো ও দোয়া মাহফিল করেছি।’
এ প্রসঙ্গে শিল্পী সমিতির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমি শুটিংয়ে কক্সবাজার আছি, সমিতির পক্ষ থেকে এটিএম শামসুজ্জামান সাহেবকে নিয়ে কোনো আয়োজনের খবর আমার কাছে নেই।’
এটিএম শামসুজ্জামানের পরিবারের খবর নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্রই তো নতুন কমিটি হলো, আশা করছি এখন থেকে নিয়মিত তার পরিবারের খোঁজ-খবর নেবো।’
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি