বিজনেস আওয়ার প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা বাড়লেও সংক্রমণের হার কমেছে। একই সময় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ৩১১ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৪৭।
নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ১২, ভোলায় ৫, বরগুনায় ১৫, পটুয়াখালীতে ১, পিরোজপুরে ৩ ও ঝালকাঠিতে ৯ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ২৮৭। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ২০।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই সংক্রমণের হার ও শনাক্ত ব্যক্তির সংখ্যা কমছে। সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০ বছরের ওপরে। পরিবারের বয়স্ক ব্যক্তিদের সুরক্ষায় আরও যত্নশীল হওয়ার পাশাপাশি কম বয়সীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেওয়া উচিত।
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি