ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনার সিনেমায় নতুন নায়িকা

  • পোস্ট হয়েছে : ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • 87

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা মহামারির সময়কার জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইমন। আর এই চলচ্চিত্রে ইমনের বিপরীতে অভিষেক হলো নতুন নায়িকা রেহনুমা মোস্তফার।

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহ আলম মণ্ডলের সিনেমা। ৮ মার্চ চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনা মহামারির এই সময়ে আমাদের যাপিত জীবনে লকডাউনের যে প্রভাব, তার একটা চিত্র ফুটে উঠবে এই চলচ্চিত্রে। করোনার ঘরবন্দী সময়ে ভালোবাসা কেমন ছিল, সে গল্পও উঠে আসবে। প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিরা ছবিটি দেখে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। সবার এই ভালো লাগা আমাকে সাহস দিয়েছে, অনুপ্রাণিত করেছে।’

ছবির নায়ক ইমন বলেন, ‘এই ধরনের গল্প সচরাচর আমাদের জীবনে আসে না। করোনার এই সময়ে পরিচালক ভিন্নধর্মী এই গল্পটা ভেবেছেন। এমন একটি গল্পের অংশ হতে পেরে আমার ভালো লেগেছে। পরিচালক ছবিটি বানিয়েছেন যত্নের সঙ্গে। আমার বিশ্বাস এই ধরনের চলচ্চিত্র দর্শকদের ভালো লাগবে।’

ছবির নায়িকা রেহনুমা মোস্তফা প্রথমবার বড় পর্দার সিনেমায় অভিনয় করলেন। তিনি বললেন, ‘করোনাকালে মানুষের জীবন ও চারপাশের পরিবেশকে কেন্দ্র করে একটি বিশেষ চলচ্চিত্র তৈরি হয়েছে। আমি সেই বিশেষ চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগার।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

করোনার সিনেমায় নতুন নায়িকা

পোস্ট হয়েছে : ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা মহামারির সময়কার জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইমন। আর এই চলচ্চিত্রে ইমনের বিপরীতে অভিষেক হলো নতুন নায়িকা রেহনুমা মোস্তফার।

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহ আলম মণ্ডলের সিনেমা। ৮ মার্চ চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনা মহামারির এই সময়ে আমাদের যাপিত জীবনে লকডাউনের যে প্রভাব, তার একটা চিত্র ফুটে উঠবে এই চলচ্চিত্রে। করোনার ঘরবন্দী সময়ে ভালোবাসা কেমন ছিল, সে গল্পও উঠে আসবে। প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিরা ছবিটি দেখে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। সবার এই ভালো লাগা আমাকে সাহস দিয়েছে, অনুপ্রাণিত করেছে।’

ছবির নায়ক ইমন বলেন, ‘এই ধরনের গল্প সচরাচর আমাদের জীবনে আসে না। করোনার এই সময়ে পরিচালক ভিন্নধর্মী এই গল্পটা ভেবেছেন। এমন একটি গল্পের অংশ হতে পেরে আমার ভালো লেগেছে। পরিচালক ছবিটি বানিয়েছেন যত্নের সঙ্গে। আমার বিশ্বাস এই ধরনের চলচ্চিত্র দর্শকদের ভালো লাগবে।’

ছবির নায়িকা রেহনুমা মোস্তফা প্রথমবার বড় পর্দার সিনেমায় অভিনয় করলেন। তিনি বললেন, ‘করোনাকালে মানুষের জীবন ও চারপাশের পরিবেশকে কেন্দ্র করে একটি বিশেষ চলচ্চিত্র তৈরি হয়েছে। আমি সেই বিশেষ চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগার।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: