বিজনেস আওয়ার প্রতিবেদক : রশিদ খানের বল ব্যাট স্পর্শ করে গুলবাদিন নবির হাতে বন্দি হয় বল। আর এতে করেই মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাকে। দলীয় ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশে এখন অথৈ সাগরে ভাসছে।
মাত্র ২৮ রানে বাংলাদেশের নাই হয়ে গেল পাঁচ উইকেট। এতে করে চরম দুর্দশায় পড়েছে বাংলাদেশ।
সাত ওভার ৪ বলে মুজিব উর রহমানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন সাকিব। সাকিব ১৫ বল খেলে ১০ রান করেছে। এখন পর্যন্ত এটি টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
তিন টপঅর্ডার ব্যাটসম্যানের পর এবার সাজঘরে ইয়াসির আলী। ফজল হকের বলে বোল্ট হন। ইয়াসির রানের খাতাই খুলতে পারেনি তার অভিষেক ম্যাচে।
লিটন আর তামিমেরে পর এবার সাজঘরে মুশফিকুর রহিম। আর এতে করে চাপে পড়েছে বাংলাদেশ।
ফজল হকের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র তিন রান করে মাঠের বাইরে যেতে হয় মুশফিককে। দলীয় ১৮ রানের মাথায় টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে চাপেই পড়েছে বাংলাদেশ।
লিটনের পর তামিমকেও মাঠ থেকে বাহিরে যেতে বাধ্য করে আফগান বোলার ফজল হক। তামিম মাত্র আট বলে ৮ রান করে দলীয় ১৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন।
আফগানদের দেয়া ২০১৬ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৩ রানের মাথায় মাত্র ১ রানে মাঠ ছাড়লেন লিটন দাস।
আফগান বোলার ফজল হকের বল ব্যাট স্পর্শ করে রহমাতুল্লার হাতে বন্দি হয়। আর এতেই মাঠ ছাড়তে হয় লিটন দাসকে।
এর আগে আফগানদের ২১৫ রানে থামাল টাইগাররা। প্রথম ওয়ান্ডে ম্যাচে বাংলাদেশকে জিততে হলে ২১৬ রান করতে হবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে আফগানরা তাদের ৪৯.১ ওভারে তাদের সব উইকেট হারিয়ে ২১৫ রান করেন।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন নজিবুল্লাহ। ৪টি চার আর ২টি ছয়ের সুবাদে নজিবুল্লাহ এই রান করতে ৮৪ বল খরচ করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন রহমত শাহ।
এছাড়া রহমাতুল্লাহ ৭, ইব্রাহিম জাদরান ১৯, হাসমাতুল্লাহ ২৮, মোহাম্মদ নবি ২০, গুলবাদন ১৭ এবং ইয়ামিন ৫ রান করেন। তবে রান করতে পারেনি রশিদ খান ও মুজিব।
টাইগারদের পক্ষে মুস্তাফিজ সর্বোচ্চ ৩ ইউকেট নেন। তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ২টি করে এবং মাহমুদউল্লাহ ১টি উইকেট নেন।
বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২২/কমা