বিজনেস আওয়ার প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় এক নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে স্টিলের সেডে তৈরি ভবনে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড নামে জুতার কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তল্লাশী চালিয়ে কারখানার ভিতর থেকে এক নারী ও দুই পুরুষসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শেদের মতে, বিকেলে হঠাৎ করে কারখানাটির ভিতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এক সময় ধোয়ার বেড়ে যায় ও আগুনের শিখা দেখতে পাই। আগুন লাগার প্রায় এক ঘন্টার পর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাস্তা যানজট থাকায় ঘটনাস্থলে পৌছাতে কিছুটা সময় লাগে।ভিতরে আর কোন মরদেহ আছে কিনা তাও তল্লাশী করে দেখা হচ্ছে।
বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি