বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫শ এর নিচে নেমেছে। তার সঙ্গে নেমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের।
এদিকে করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। এ সময়ে মারা গেছে ১০ হাজার ৫৫৬ জন। আর, নতুন করে সুস্থ হয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৩৭৬ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৬ লাখ ২৩ হাজার ৪৩৪ এবং মৃত্যু ছিল আট হাজার ৬৫৭। ওয়ার্ল্ডোমিটারস বলছে, শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ভারতের নাম। এ সময়ে যুক্তরাষ্ট্রে দুই হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ব্রাজিল ৯৫৬, রাশিয়া ৭৮৫, মেক্সিকো ৭০৬, পোল্যান্ড ৩৬০ এবং ভারত ৩০২ জনের মৃত্যু দেখেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি