ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাকে কুপিয়ে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ

  • পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাকে কুপিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৬০)। পুলিশ বলছে, ওই নারীর ছোট ছেলে মিলন হোসেনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলন হোসেন দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। সম্প্রতি তাঁকে ঢাকা থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে আনা হয়। গতকাল সন্ধ্যায় মা আমেনার সঙ্গে মিলন নানাবাড়ি থেকে বাড়িতে আসেন।

ঘরে তাঁরা দুজনই থাকেন। ফজরের আজানের সময় ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজন ঘরে ঢুকে দেখতে পান আমেনার দেহ আগুনে পুড়ছে। পা ও শরীরের কিছু হাড় ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে। হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়। এরপর মিলনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাকে কুপিয়ে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ

পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাকে কুপিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৬০)। পুলিশ বলছে, ওই নারীর ছোট ছেলে মিলন হোসেনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলন হোসেন দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। সম্প্রতি তাঁকে ঢাকা থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে আনা হয়। গতকাল সন্ধ্যায় মা আমেনার সঙ্গে মিলন নানাবাড়ি থেকে বাড়িতে আসেন।

ঘরে তাঁরা দুজনই থাকেন। ফজরের আজানের সময় ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজন ঘরে ঢুকে দেখতে পান আমেনার দেহ আগুনে পুড়ছে। পা ও শরীরের কিছু হাড় ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে। হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়। এরপর মিলনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: