বিজনেস আওয়ার প্রতিবেদক : দুটি উইকেট পড়লেও রানের গতি মন্থর হতে দেননি মুশফিক–লিটন। তৃতীয় উইকেটে ৬১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। লিটন ৬৭ বলে ৫৫ এবং মুশফিক ২৮ বলে ২২ রানে অপরাজিত।
বাংলাদেশ ২৬ ওভার শেষে ২ উইকেটে ১৩৫। এই ওভারে পেসার ফরিদ আহমেদকে আক্রমণে ফিরিয়েছে আফগানিস্তান।
তিন পরিবর্তন নিয়ে নামছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবদিন নইবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তান দল: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
তামিম ইকবালের দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দলই মাঠে নামাচ্ছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রাখার ভাবনা থেকেই এ সিদ্ধান্ত।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি