বিজনেস আওয়ার প্রতিবেদক : ভ্রাম্যমান আদালত কতৃক একুশে বইমেলায় মডেল-অভিনেত্রী নাজিফা তুষিকে জরিমানা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিটিআরসিকে এ নির্দেশ দেন।
আদেশে বলা হয়েছে, যদি ওই নারী মনে করেন সাজা দেওয়ার প্রক্রিয়া সঠিক হয়নি, তাহলে তিনি আইনি প্রতিকার চাইতে উপযুক্ত আদালতে যেতে পারবেন। আদালত এও বলেন, ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার সঠিক প্রক্রিয়া অনুসরণ করেননি।
এর আগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে রিট করেন নাজিফা তুষি। তার পক্ষে অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু রিটটি দাখিল করেন।
গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে করোনা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি কার্যকরবিষয়ক অভিযান পরিচালনা করছিলো ভ্রাম্যমাণ আদালত। ওইদিন একটি বইয়ের মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে অংশ নিতে মেলায় গিয়েছিলেন নাজিফা তুষি। কিন্তু তুষিকে মাস্ক পড়ার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। এসময় তুষিকে ২০০ টাকা অর্থদণ্ড করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একজন নির্বাহী হাকিমের সঙ্গে তুষির তর্কে জড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
বিজনস আওয়ার/০১ মার্চ, ২০২২/কমা