বিজনেস আওয়ার প্রতিবেদক : বিক্রেতা থাকলেও ক্রেতা নেই শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এনসিবিবিএল মিউচ্যুয়ার ফান্ড ওয়ানের ইউনিটে। বুধবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট ক্রয় করার মতো কোনো বিনিয়োগকারী পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের দর ছিল ৯ টাকা। বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ৮.১০ টাকায় লেনদেন শুরু হয়। ফান্ডটি সবশেষে ৮.১০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ১০ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: