ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা দ্রুতই বই পাবে : শিক্ষামন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা দ্রুতেই বই পেয়ে যাবেন। বুধবার ঢাকা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিরতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “করোনার সময় কাগজ নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, টেন্ডার প্রক্রিয়ার কিছু সমস্যা হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করেছি। আশা করি দ্রুতই শিক্ষার্থীরা বই পেয়ে যাবে।”

দীপু মনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমায় প্রাথমিকের ক্লাস শুরুর পর মাধ্যমিকের শিক্ষা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।

ওমিক্রনের দাপটে এক মাস বন্ধ রাখার পর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়েছিল। ছয় সপ্তাহ পর বুধবার ক্লাসে ফিরল প্রাথমিকের শিক্ষার্থীরাও। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, দুই শিফটে প্রতিদিন সব বিষয়ের ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা।

মাধ্যমিকে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন ক্লাস করলেও সব বিষয়ের ক্লাস হচ্ছে না তাদের। এসএসসি পরীক্ষার্থী চারটি এবং দশমে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে। এছাড়া অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এক দিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা দ্রুতই বই পাবে : শিক্ষামন্ত্রী

পোস্ট হয়েছে : ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা দ্রুতেই বই পেয়ে যাবেন। বুধবার ঢাকা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিরতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “করোনার সময় কাগজ নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, টেন্ডার প্রক্রিয়ার কিছু সমস্যা হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করেছি। আশা করি দ্রুতই শিক্ষার্থীরা বই পেয়ে যাবে।”

দীপু মনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমায় প্রাথমিকের ক্লাস শুরুর পর মাধ্যমিকের শিক্ষা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।

ওমিক্রনের দাপটে এক মাস বন্ধ রাখার পর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়েছিল। ছয় সপ্তাহ পর বুধবার ক্লাসে ফিরল প্রাথমিকের শিক্ষার্থীরাও। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, দুই শিফটে প্রতিদিন সব বিষয়ের ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা।

মাধ্যমিকে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন ক্লাস করলেও সব বিষয়ের ক্লাস হচ্ছে না তাদের। এসএসসি পরীক্ষার্থী চারটি এবং দশমে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে। এছাড়া অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এক দিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: