বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা রুশ সেনাদের থামিয়ে দিয়েছি। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।
ফেসবুক পেজে ভাইরাল হওয়া ওই ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেস্তে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি।
তিনি বলেন, প্রতিটি দখলদার জেনে রেখ, ইউক্রেনীয়দের কাছ থেকে তোমরা সমুচিত জবাব পাবে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার যেসব সেনা আটক করা হয়েছে তারা আসলে ‘জানেই না তারা কেন এখানে এসেছে’ এবং শত্রুপক্ষের সেনারা ‘রাশিয়ায় পালিয়ে যাচ্ছে’।
জেলেনস্কি কোনোটপ, বাশটাঙ্কা, এনারগোদার, মেলিটোপোলের বেসামরিক লোকজনকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তারা রুশ সেনাদের পথ বন্ধ করে দিয়েছে।
বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: