বিজনেস আওয়ার প্রতিবেদক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে সেচ্ছাসেবী হারাদার দলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ হামলার কথা নিশ্চিত করেছেন।
কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রবিবার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়।
এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।
এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।
বিজনেস আওয়ার/০৮ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: