বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে আনা হবে। বুধবার (০৯ মার্চ) রাতে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানান, বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ প্রথমে মলদোভা, এরপর রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব-ইউরোপ) শিকদার বদিউজ্জামান বলেছিলেন, হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। যতো দ্রুত সম্ভব তার মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে। তার মরদেহ দেশে আনতে আমাদের শতভাগ আন্তরিকতা রয়েছে।
বিজনেস আওয়ার/১০ মার্চ, ২০২২/কমা