বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২২.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ২.১৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজারর তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, লিনডে বিডির ১.৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৭ শতাংশ, জেনেক্সের ১.৯৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯১ শতাংশ, জিলবাংলা সুগারের ১.৮৯ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ১.৮৬ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৮৪ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৩ মার্চ,২০২২/পিএস