বিজনেস আওয়ার প্রতিবেদক : চীনের দক্ষিণাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় আগুন ধরে গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৩টায় কুনমিং থেকে যাত্রী নিয়ে গুয়াংজুর উদ্দেশে রওনা হয়েছিল। গুয়াংশির পার্বত্য এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে জঙ্গলে আগুন ধরে যায়।
চীনা সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ঝু তাও বলেছেন, চীনের এয়ারলাইন্সগুলো ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১ কোটি ঘণ্টার নিরাপদ ফ্লাইট পরিচালনা করে রেকর্ড গড়েছে। সূত্র : বিবিসি।
বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: