বিজনেস আওয়ার প্রতিবেদক : স্কুল খুলে দেওয়ার দাবিতে আফগান মেয়েরা বিক্ষোভ করেছেন। শনিবার সকালে কাবুলে তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে স্কুল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
এ সময় ‘স্কুল খুলে দাও, ন্যায়বিচার-ন্যায়বিচার’, ‘শিক্ষা আমাদের অধিকার, মেয়েদের স্কুলের দরজা খুলুন’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় বিক্ষোভরত নারী ও মেয়েদের ওপর কড়া নজর ছিল সশস্ত্র তালেবান সদস্যদের।
এক নারী শিক্ষিকা বলেন, আমরা আমাদের মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। এই অধিকার ছাড়া আমাদের মরে যাওয়াই ভালো।
এর আগে গত ১৭ মার্চ আফগান শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফারসি নববর্ষের প্রথম দিন ২৩ মার্চ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছেলে-মেয়ে সবার স্কুল খুলে দেওয়া হবে। পরে স্কুল খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার বন্ধ ঘোষণা করা হয়।
পরে ২৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আইন ও আফগান সংস্কৃতি অনুসারে পরিকল্পনা প্রণয়ন না হওয়া পর্যন্ত মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ থাকছে।
বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২২/কমা