ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার বসছে সংসদ অধিবেশন

  • পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন সোমবার (২৮ মার্চ) শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন বসবে।

এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সূত্র জানায়, এটি ২০২২ সালে সংসদের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।

‘এমপিদের (সংসদ সদস্য) করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি সংসদ বিটের সাংবাদিকদের করোনা টেস্ট করা হচ্ছে। যাদের নেগিটিভ আসবে তারাই শুধুমাত্র অধিবেশনে অংশ নেবেন।

সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সোমবার বসছে সংসদ অধিবেশন

পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন সোমবার (২৮ মার্চ) শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন বসবে।

এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সূত্র জানায়, এটি ২০২২ সালে সংসদের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।

‘এমপিদের (সংসদ সদস্য) করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি সংসদ বিটের সাংবাদিকদের করোনা টেস্ট করা হচ্ছে। যাদের নেগিটিভ আসবে তারাই শুধুমাত্র অধিবেশনে অংশ নেবেন।

সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: