স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে লাজিওর বিপক্ষে জোড়া গোল করে ইতালিয়ান সিরি ‘আ’তে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন রোনালদো। গত ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়ে দুই মৌসুম শেষ হওয়ার আগেই সিরি ‘আ’তে গোলের ফিফটি করলেন তিনি। তাও কি না অন্য যেকোন খেলোয়াড়ের চেয়ে দ্রুত।
দুই মৌসুমে ৬১ ম্যাচ খেলেই এ রেকর্ডে পৌঁছন রোনালদো। লাজিওর বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টির মাধ্যমে গোলের ফিফটি পূরণ হয় তার। পরে আরেকটি গোল করে নিজের গোলসংখ্যাকে ৫১তে নেন তিনি। সিরি ‘আ’তে গত ২৫ বছরের হিসেবে এটিই দ্রুততম ফিফটির রেকর্ড।
১৯৯৪-৯৫ মৌসুম থেকে রোনালদোর চেয়ে কম ম্যাচে ৫০ গোল করতে পারেননি আর কেউ। এতদিন ধরে এ রেকর্ডটি ছিল শেভচেঙ্কোর দখলে, তিনি ৫০ গোল করেছিলেন ৬৮তম ম্যাচে। তার চেয়ে ৭ ম্যাচ কম খেলেই এ রেকর্ড নিজের করে নিলেন রোনালদো।
ইতালিয়ান সিরি আ’তে গোলের ফিফটি করা একমাত্র ফুটবলার তিনি। শুধু ইতালিতেই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগায়ও দ্রুততম ৫০ গোলের রেকর্ডের মালিক এ পর্তুগিজ সুপারস্টার। লা লিগার ইতিহাসে দ্রুততম ১০০, ১৫০, ২০০, ২৫০ এবং ৩০০ গোলের রেকর্ডটাও রোনালদোর দখলে।
বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২০/এ