বিজনেস আওয়ার প্রতিবেদক : রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে এখন পর্যন্ত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। শহরটির মেয়রের বরাত দিয়ে তার মুখপাত্র এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মেয়রের তথ্যানুযায়ী, ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত মারিউপোল শহরে প্রায় ৫ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১০ জন শিশুও রয়েছে।
মেয়র অফিসের মুখপাত্র বলেন, রুশ হামলায় মারিউপোলের ৯০ ভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৪০ ভাগ বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল, স্থল ও বিমান পথ থেকে হামলায় বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় সাড়ে চার লাখ লোক এখন ময়লার স্তুপে বসবাস করছেন।
বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: