বিজনেস আওয়ার প্রতিবেদক : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন ৩ জন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২২/কমা