বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৯টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৭টি ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব কোম্পানির মধ্যে ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে বেড়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৭টির বা ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, ৯টির বা ৫৩ শতাংশের ইপিএস বেড়েছে আর ১টির বা ৬ শতাংশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ শতাংশ কমেছে ডেকসোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ শতাংশ তিতাস গ্যাসের এবং তৃতীয় সর্বোচ্চ ২৪ শতাংশ ইপিএস কমেছে ইউনাইটেড পাওয়ারের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৩ শতাংশ কমেছে শাহজিবাজার পাওয়ারের।
শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ১৯৩ শতাংশ বেড়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ শতাংশ বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ ইপিএস বেড়েছে সামিট পাওয়ারের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৫ শতাংশ করে বেড়েছে জিবিবি পাওয়ার ও পদ্মা অয়েলের।
অর্থছরের ৯ মাসে একটির অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।
নাম | ২০২০ সালের ইপিএস | ২০১৯ সালের ইপিএস | ব্যবধান |
বেড়েছে | |||
ইস্টার্ণ লুব্রিকেন্ট | ৬.০৯ টাকা | ২.০৮ টাকা | ১৯৩% |
বারাকা পাওয়ার | ১.৯২ টাকা | ১.২৭ টাকা | ৫১% |
সামিট পাওয়ার | ৪.০৮ টাকা | ৩.৫৬ টাকা | ১৫% |
এমজেএলবিডি | ৪.৯২ টাকা | ৪.৩৩ টাকা | ১৪% |
পাওয়ার গ্রীড | ৪.১৮ টাকা | ৩.৭৫ টাকা | ১১% |
জিবিবি পাওয়ার | ০.৮০ টাকা | ০.৭৬ টাকা | ৫% |
পদ্মা অয়েল | ২০.৬৩ টাকা | ১৯.৭২ টাকা | ৫% |
কমেছে | |||
ডেসকো | ১.৩৭ টাকা | ১.৯৮ টাকা | ৩১% |
তিতাস গ্যাস | ২.১১ টাকা | ২.৮৭ টাকা | ২৬% |
ইউনাইটেড পাওয়ার | ৮.৯৪ টাকা | ১১.৭১ টাকা | ২৪% |
ইন্ট্রাকো | ০.৫৩ টাকা | ০.৬৮ টাকা | ২২% |
যমুনা অয়েল | ১৩.১৪ টাকা | ১৫.৭৭ টাকা | ১৭% |
খুলনা পাওয়ার | ২.৬৩ টাকা | ৩.০৯ টাকা | ১৫% |
ডরিন পাওয়ার | ৪.১৫ টাকা | ৪.৭১ টাকা | ১২% |
মেঘনা পেট্রোলিয়াম | ১৯.৭২ টাকা | ২১.৫৩ টাকা | ৮% |
শাহজিবাজার | ৩.৩৬ টাকা | ৩.৪৭ টাকা | ৩% |
লোকসান | |||
সিভিও | (০.৩৭) টাকা | ০.২১ টাকা | ২৭৬% |
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এস