বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানে বিভিন্ন প্রাণী লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটি থেকে মাংস আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়।
খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, লাম্পি স্কিন ভাইরাসের কারণে গরুর মাংস আমদানির উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অস্থায়ী বলে সৌদি কর্মকর্তারা জিয়ো নিউজকে জানিয়েছেন।
উল্লেখ্য, করাচি ও সিন্ধু প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় লাম্পি স্কিন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং হাজার হাজার প্রাণী এতে আক্রান্ত হচ্ছে।
মশা-মাছি বাহিত রোগটি মূলত মশার মধ্যমেই বেশি ছড়ায়। আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে। দিন দিন গরু-বাছুর দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মারাও যায়।
বিজনেস আওয়ার/০৯ এপ্রিল, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: