বিজনেস আওয়ার প্রতিবেদক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে দেশটিতে ঝটিকা সফরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
দুই দেশের নেতাদের বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি জানা যায়।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদে আর্থিক ও সামরিক সহায়তা বিষয়ে কথা বলেন দুই নেতা। ইউক্রেনের মানুষের প্রতি সংহতিও প্রকাশ করেন বরিস জনসন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রথম হামলা শুরু করে ইউক্রেনে। এখনো থেমে থেমে চলছে লড়াই। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এরপর শুরু হয় দুপক্ষের লড়াই। এখন পর্যন্ত বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে।
বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা