ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যতদিন ক্ষমতায় ছিলেন ইমরান খান

  • পোস্ট হয়েছে : ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক : দীর্ঘ ৭৫ বছরের পথ চলায় পাকিস্তান পূর্ণ মেয়াদের কোনো প্রধানমন্ত্রী পাইনি। এ সময়ে বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীরা ক্ষমতাচ্যুত হলেও ইমরান খানই প্রথম যিনি পার্লামেন্টের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন।

রবিবার (১০ এপ্রিল) প্রথম প্রহরে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে যান তিনি। এর মাধ্যমে ইমরান খানের ১ হাজার ৩৩২ দিনের প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটলো।

২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জিতে প্রথমবারের মতো ক্ষমতায় আসে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। নির্বাচনে তারা ১৪৯ আসনে জয় হয়। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্টতা অর্জন করতে না পারায় সে সময় পাকিস্তান মুসলিম লীগ- কিউ (পিএমএল-কিউ), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি) এবং বিএপি নামের রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেন।

ইমরান খান ১৮ আগস্ট ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১০ এপ্রিল ২০২২ সালে তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হয়। যার মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ক্ষমতার অবসান ঘটে।

ক্ষমতায় আসার পর থেকে অনাস্থা প্রস্তাব পর্যন্ত ইমরান খান ১ হাজার ৩৩২ দিন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সরকারকে নেতৃত্ব দেন। মূলত ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান পাকিস্তানকে ৩ বছর ৭ মাস ২৩ দিন নেতৃত্ব দিয়েছেন।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যতদিন ক্ষমতায় ছিলেন ইমরান খান

পোস্ট হয়েছে : ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দীর্ঘ ৭৫ বছরের পথ চলায় পাকিস্তান পূর্ণ মেয়াদের কোনো প্রধানমন্ত্রী পাইনি। এ সময়ে বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীরা ক্ষমতাচ্যুত হলেও ইমরান খানই প্রথম যিনি পার্লামেন্টের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন।

রবিবার (১০ এপ্রিল) প্রথম প্রহরে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে যান তিনি। এর মাধ্যমে ইমরান খানের ১ হাজার ৩৩২ দিনের প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটলো।

২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জিতে প্রথমবারের মতো ক্ষমতায় আসে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। নির্বাচনে তারা ১৪৯ আসনে জয় হয়। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্টতা অর্জন করতে না পারায় সে সময় পাকিস্তান মুসলিম লীগ- কিউ (পিএমএল-কিউ), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি) এবং বিএপি নামের রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেন।

ইমরান খান ১৮ আগস্ট ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১০ এপ্রিল ২০২২ সালে তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হয়। যার মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ক্ষমতার অবসান ঘটে।

ক্ষমতায় আসার পর থেকে অনাস্থা প্রস্তাব পর্যন্ত ইমরান খান ১ হাজার ৩৩২ দিন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সরকারকে নেতৃত্ব দেন। মূলত ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান পাকিস্তানকে ৩ বছর ৭ মাস ২৩ দিন নেতৃত্ব দিয়েছেন।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: