ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

  • পোস্ট হয়েছে : ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সোমবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসছে।

জানা গেছে, পাকিস্তানের স্থানীয় সময় রবিবার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে। এরপর সোমবার দুপুর ২টার দিকে জাতীয় পরিষদের অধিবেশন বসবে। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে।

এর আগে শনিবার (৯ এপ্রিল) রাতে পাকিস্তানের সংসদ অধিবেশনে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না। সূত্র : আলজাজিরা।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

পোস্ট হয়েছে : ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সোমবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসছে।

জানা গেছে, পাকিস্তানের স্থানীয় সময় রবিবার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে। এরপর সোমবার দুপুর ২টার দিকে জাতীয় পরিষদের অধিবেশন বসবে। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে।

এর আগে শনিবার (৯ এপ্রিল) রাতে পাকিস্তানের সংসদ অধিবেশনে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না। সূত্র : আলজাজিরা।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: