বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম জানিয়েছেন, স্বর্ণের বার ও কিছু কৃষি পণ্য দিয়ে চলতি বছরই কমোডিটি এক্সচেঞ্জ চালু করা হবে। অন্তত দুই বা তিনটি অ্যাসেট দিয়ে কমোডিটি এক্সচেঞ্জের যাত্রা শুরু করার লক্ষ্য রয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) সঙ্গে সিএসইর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বিষয়ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ ইব্রাহিম বলেন, যেহেতু আমরা আগামীকাল চুক্তিবদ্ধ হতে যাচ্ছি, সেহেতু ধাপে ধাপে কমোডিটি এক্সচেঞ্জ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সুতরাং কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে হার্ডওয়্যার, সফটওয়্যার ও কনসালটেশনের ব্যাপার রয়েছে। এ জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
তিনি আরো বলেন,
সংবাদ সম্মেলনে সিএসই’র পরিচালক মো. রেজাউল ইসলাম, ছিদ্দিকুর রহমান, মেজর এমদাদুল হক (অব), স্বতন্ত্র পরিচালক রিয়াকত হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকসহ ঊর্দ্বতন কর্মকর্তারা অংশ নেন। সংবাদ সম্মেলনে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডিসএসইর উপ-ব্যবস্থাপক ফয়সাল হুদা।