বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ-এন এর প্রধান নেতা শেহবাজ শরীফ।
সোমবার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সময় বিকেলে পার্লামেন্টে অনুষ্ঠিত অধিবেশনে তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন এমপিরা।
সোমবার জাতীয় পরিষদের অধিবেশনে তার সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশির। কিন্তু ইমরানের দলের সব আইনপ্রণেতারা জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করলে শেহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না।
এদিকে ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেহবাজ শরীফ জাতীয় পরিষদের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন।
তার নেতৃত্বেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে একাট্টা হয় বিরোধী দলগুলো এবং বিরোধীরা শেহবাজকে প্রতিশ্রুতি দেয় তাকেই প্রধানমন্ত্রী বানাবেন।
শেহবাজ শরীফ পাকিস্তানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আপন ছোট ভাই। ইমরান খান ক্ষমতায় আসার পর নওয়াজ বিদেশে নির্বাসিত জীবন-যাপন করছেন।
বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২২/কমা