বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৫.৩০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো আজও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.২০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ২.৭৭ শতাংশ, ফার্মা এইডসের ২.৫২ শতাংশ, পদ্মা অয়েলের ২.৫২ শতাংশ, খান ব্রাদার্সের ২.৫০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.৪৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২.০৫ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ১.৯৯ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৭ এপ্রিল, ২০২২/পিএস