বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএলের বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসে করোনায় হানা দিয়েছে। দলটির একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে পুরো দল কোয়ারেন্টাইনে আছে। আইসোলেশনে আছেন ওই খেলোয়াড় ও একজন কোচিং স্টাফ।
বুধবার (২০ এপ্রিল) দিল্লির ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। যেটি পুনেতে অনুষ্ঠিত হবে। আজ সকালে দিল্লির খেলোয়াড়দের পুনেতে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা হানা দেওয়ায় দিল্লির পুনে যাত্রা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) ও মঙ্গলবার (১৯ এপ্রিল) দিল্লির সকল খেলোয়াড় ও স্টাফদের ‘ডোর টু ডোর’ করোনা টেস্ট করা হবে। সেটার রেজাল্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, খেলোয়াড়ের পর সোমবার সকালে দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনা আক্রান্ত হয়েছেন। তার র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে।
করোনার কারণে যদি দিল্লি তাদের একাদশ সাজাতে ব্যর্থ হয় তাহলে পাঞ্জাবের বিপক্ষের ম্যাচটি স্থগিত করা হবে।
বিজনেস আওয়ার/১৮ এপ্রিল, ২০২২/কমা