বিনোদন ডেস্ক : সম্প্রতি পরিচালক রায়হান রাফির ‘অক্সিজেন’ শিরোনামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরই মধ্যে শর্ট ফিল্মটির টিজারে মুগ্ধতা ছড়িয়েছে এই অভিনেত্রী।
শর্ট ফিল্মটি মুক্তির আগেই জানা গেলো, মাহিয়া মাহির নতুন খবর। পরিচালক রায়হান রাফির নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। শুধু অভিনয় নয়, সিরিজটির প্রযোজকও মাহি নিজে। আর এর মাধ্যমে প্রথমবার প্রযোজনায় নাম লেখালেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।
ওয়েব সিরিজটি প্রসঙ্গে মাহি বলেন, সম্প্রতি চার পর্বের ওয়েব সিরিজিটির শুটিং ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি আমি। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পলাশ। আশা করছি, ভক্তরা ভালো কিছু পাবেন।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: