বিজনেস আওয়ার প্রতিবেদক : নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত কুরিয়ার সার্ভিস কর্মী মো. নাহিদের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার (২০ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় তিনি মামলাটি দায়ের করেন। মামলায় কোনো আসামির নাম বা সংখ্যা উল্লেখ করা হয়নি।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কাইয়ুম বলেন, ‘রাত সাড়ে ১২টায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়েছে। সংখ্যাও সেখানে নেই। তবে আমরা তদন্তপূর্বক এ ঘটনার সঙ্গে দায়ী যারা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।’
মঙ্গলবার (১৯ এপ্রিল) সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
বিজনেস আওয়ার/২১ এপ্রিল, ২০২২/কমা