বিজনেস আওয়ার প্রতিবেদক : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কক্সবাজার সদরের খুরুশকুলে দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ অন্তত ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের দিকে খুরুশকল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুলিয়া পাড়ার বাসিন্দা ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর তাদের দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হন।
খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলি বর্ষণ করে। গুলিতে পথচারীরা গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জেনেছি। ঘটনা তদন্তের জন্য সন্ধ্যার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।’
বিজনেস আওয়ার/২৩ এপ্রিল, ২০২২/কমা