বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে আরো সাড়ে তিন লাখ নতুন করে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে মৃত্যু নেমেছে হাজারের নিচে। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৩৪৮ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৫০ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৬২৩ জন। এহিসেব একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে তিন লাখ ৫৮ হাজার ৬২৩ জন।
সোমবার সকাল ১০টায় পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে প্রাণ হারিয়েছে ৬২ লাখ ৪৩ হাজার ২৫৯ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬২ লাখ ৪২ হাজার ৬২৫ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে ৬৩৪ জন প্রাণ হারিয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৪৬ কোটি ২৪ লাখ ২৮ হাজার ২৮৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৮ হাজার ৩৩৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ০৮৬ জন। মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ২২৩ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৩ লাখ ৪৯ হাজার ৪৬৩ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ৭০১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২২/কমা