ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছয় দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

  • পোস্ট হয়েছে : ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার।

সোমবার (২৫ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন, হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ।

হারুন উর-রশিদ বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর হতে পারে। এ কারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই বন্দর বন্ধ থাকবে। ৭ মে পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন।

বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছয় দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

পোস্ট হয়েছে : ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার।

সোমবার (২৫ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন, হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ।

হারুন উর-রশিদ বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর হতে পারে। এ কারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই বন্দর বন্ধ থাকবে। ৭ মে পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন।

বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: