বিজনেস আওয়ার প্রতিবেদক : পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বুধবার (২৭ এপ্রিল) থেকে তারা দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
এদিকে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিনিগ জানিয়েছে ৮টা থেকে সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুলগেরিয়ার এনার্জি মিনিস্ট্রিও জানিয়েছে বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। খবর বিবিসি’র।
রাশিয়া বলেছিল বন্ধুপ্রতীম নয়, এমন দেশগুলোকে রুশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে অথবা তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এরপর পোল্যান্ড ও বুলগেরিয়া রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। সে কারণেই আজ বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়ার কোম্পানি।
পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিনিগ জানিয়েছে তাদের আমদানি করা গ্যাসের ৫৩ শতাংশই আসে রাশিয়া থেকে। চলতি বছরের প্রথম কোয়ার্টারেও পরিমাণ একই ছিল। কিন্তু হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াটা তাদের সঙ্গে করা চুক্তির বরখেলাপ। তবে তারা জানিয়েছে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
বিজনেস আওয়ার/২৭ এপ্রিল, ২০২২/কমা