ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সুচির পাঁচ বছরের কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • 29

বিজনেস আওয়ার প্রতিবেদক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ এপ্রিল) সুচির বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি দুর্নীতির অভিযোগের প্রথম মামলায় রায় ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সুচির বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে আদালতে। এসব দোষ প্রমাণিত হলে তাকে প্রায় ১৯০ বছরের সম্মিলিত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বুধবার আদালতের কার্যক্রম শুরুর পরপরই বিচারক রায় ঘোষণা করেন।

মামলাটির অভিযোগে বলা হয়েছে, সুচি ১১ দশমিক ৪ কেজি সোনা এবং ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছিলেন।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সুচি। তিনি এই অভিযোগ গুলোকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেছেন। সূত্র: রয়টার্স।

বিজনেস আওয়ার/২৭ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সুচির পাঁচ বছরের কারাদণ্ড

পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ এপ্রিল) সুচির বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি দুর্নীতির অভিযোগের প্রথম মামলায় রায় ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সুচির বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে আদালতে। এসব দোষ প্রমাণিত হলে তাকে প্রায় ১৯০ বছরের সম্মিলিত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বুধবার আদালতের কার্যক্রম শুরুর পরপরই বিচারক রায় ঘোষণা করেন।

মামলাটির অভিযোগে বলা হয়েছে, সুচি ১১ দশমিক ৪ কেজি সোনা এবং ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছিলেন।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সুচি। তিনি এই অভিযোগ গুলোকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেছেন। সূত্র: রয়টার্স।

বিজনেস আওয়ার/২৭ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: