ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে একধাপ উন্নতি বাংলাদেশের

  • পোস্ট হয়েছে : ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক : টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নয় থেকে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৯ সালের মে থেকে সব সিরিজগুলো বিবেচিত করে নতুন র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। বুধবার কাট অব ডেটে প্রকাশিত হলো এই তালিকা।

ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানের সঙ্গে ১-১ এ সিরিজ ড্র করে বাংলাদেশ। তাতে করে দুটি রেটিং পয়েন্ট পেয়েছে তারা এবং ২৩৩ পয়েণ্ট নিয়ে নয় থেকে আটে উঠে গেছে মাহমুদউল্লাহরা।

শ্রীলঙ্কা (২৩০) একটি পয়েন্ট অর্জন করে ১০ থেকে ৯ নম্বরে। আফগানিস্তান ৬ পয়েন্ট হারিয়ে ২২৬ পয়েন্ট নিয়ে আট থেকে দশে নেমেছে।

এই র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত। আগের মতোই ২৭০ রেটিং পয়েন্ট তাদের। আর চার পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড, অবশ্য ২৬৫ পয়েন্ট নিয়ে তারা আগের মতোই দ্বিতীয় স্থানে। পাকিস্তানও (২৬১) তিন পয়েন্ট হারালেও আগের মতো তৃতীয়। সেরা পাঁচে আগের মতোই অনড় দক্ষিণ আফ্রিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অজিদের পরে ও বাংলাদেশের মাঝে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে ওয়ানডে দলীয় র‌্যাংকিংয়েও বাংলাদেশ দুটি পয়েন্ট পেয়েছে। অবশ্য অবস্থান আগের মতোই সাতে। ৯৫ পয়েন্ট তাদের। এই তালিকায় শীর্ষে নিউ জিল্যান্ড (১২৫), তাদের অর্জন নতুন ৩ পয়েন্ট। তবে ৫ পয়েন্ট নতুন করে পেয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইংল্যান্ড (১২৪)।

সেরা পাঁচে অস্ট্রেলিয়া (১০৭) ও ভারত (১০৫) পাঁচটি করে পয়েন্ট হারালেও তিন ও চারে। পাকিস্তান (১০২) ৫ পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকাকে (৯৯) টপকে পঞ্চম স্থানে। প্রোটিয়ারা তিন পয়েন্ট হারিয়ে নেমেছে ছয়ে।

বিজনেস আওয়ার/০৪ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টিতে একধাপ উন্নতি বাংলাদেশের

পোস্ট হয়েছে : ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নয় থেকে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৯ সালের মে থেকে সব সিরিজগুলো বিবেচিত করে নতুন র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। বুধবার কাট অব ডেটে প্রকাশিত হলো এই তালিকা।

ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানের সঙ্গে ১-১ এ সিরিজ ড্র করে বাংলাদেশ। তাতে করে দুটি রেটিং পয়েন্ট পেয়েছে তারা এবং ২৩৩ পয়েণ্ট নিয়ে নয় থেকে আটে উঠে গেছে মাহমুদউল্লাহরা।

শ্রীলঙ্কা (২৩০) একটি পয়েন্ট অর্জন করে ১০ থেকে ৯ নম্বরে। আফগানিস্তান ৬ পয়েন্ট হারিয়ে ২২৬ পয়েন্ট নিয়ে আট থেকে দশে নেমেছে।

এই র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত। আগের মতোই ২৭০ রেটিং পয়েন্ট তাদের। আর চার পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড, অবশ্য ২৬৫ পয়েন্ট নিয়ে তারা আগের মতোই দ্বিতীয় স্থানে। পাকিস্তানও (২৬১) তিন পয়েন্ট হারালেও আগের মতো তৃতীয়। সেরা পাঁচে আগের মতোই অনড় দক্ষিণ আফ্রিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অজিদের পরে ও বাংলাদেশের মাঝে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে ওয়ানডে দলীয় র‌্যাংকিংয়েও বাংলাদেশ দুটি পয়েন্ট পেয়েছে। অবশ্য অবস্থান আগের মতোই সাতে। ৯৫ পয়েন্ট তাদের। এই তালিকায় শীর্ষে নিউ জিল্যান্ড (১২৫), তাদের অর্জন নতুন ৩ পয়েন্ট। তবে ৫ পয়েন্ট নতুন করে পেয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইংল্যান্ড (১২৪)।

সেরা পাঁচে অস্ট্রেলিয়া (১০৭) ও ভারত (১০৫) পাঁচটি করে পয়েন্ট হারালেও তিন ও চারে। পাকিস্তান (১০২) ৫ পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকাকে (৯৯) টপকে পঞ্চম স্থানে। প্রোটিয়ারা তিন পয়েন্ট হারিয়ে নেমেছে ছয়ে।

বিজনেস আওয়ার/০৪ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: