বিজনেস আওয়ার প্রতিবেদক : মানিকগঞ্জের ঘিওরে বাড়ি থেকে দুই মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মে) সকাল ৭টার দিকে বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী দন্ত চিকিৎসক আছাদুজ্জামান পলাতক রয়েছেন।
নিহতরা হলেন- ওই এলাকার দন্ত চিকিৎসক আছাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার (৩৫), মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও আরেক মেয়ে কথা আক্তার (১২)।
শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরজাহান লাবনী বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরজাহান লাবনী বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আছাদুজ্জামান ঋণগ্রস্ত ছিলেন। সেই হতাশা থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। ঘাতক পুলিশের নজরদারিতে আছেন। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।
বিজনেস আওয়ার/০৮ মে, ২০২২/কমা