বিজনেস আওয়ার প্রতিবেদক : মাত্র তিন দিনে উত্তর কোরিয়ায় আট লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএন এ তথ্য নিশ্চিত করেছে।
কেসিএন বলেছে, দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের। ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন চিকিৎসা নিচ্ছেন। এ পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।
গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্তের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে উত্তর কোরিয়া। এরপর দেশজুড়ে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়। কেসিএনএ বলছে, দেশের সব প্রদেশ, শহর ও কাউন্টি পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে। কর্মক্ষেত্র, উৎপাদন এলাকা ও আবাসিক এলাকাগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: