বিজনেস আওয়ার প্রতিবেদক : বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
রবিবার (১৫ মে) সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, একদিন বন্ধের পর সোমবার আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান জানান, বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে ভারত থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২২/কমা