বিজনেস আওয়ার প্রতিবেদকঃ মুশফিক লিটনের ব্যাটিং নৈপূণ্যে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। মাত্র ৩ উইকেটের বিনিময়ে ৩১৮ রানের বড় পুঁজি নিয়ে দিনশেষ করেছেন টাইগাররা। ৫৩ রানে মুশফিক ও ৫৪ রানে অপরাজিত লিটন দাস।
এদিকে এম্বুলদেনিয়ার বলে ১০১ ওভারে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের দলীয় স্কোর ৩০০ পূর্ণ করেন মুশফিক। এক ওভার পরেই এম্বুলদেনিয়াকে মিডউইকেটে দারুণ চারে ৯৮ বলে ফিফটির দেখা পান লিটন দাস।
লাঞ্চের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। নিজ শহরে সেঞ্চুরি হাঁকিয়ে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। মাঝে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক হতাশ করলেও তামিম আহত হয়ে অবসর নেওয়ার পর বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে পরিস্কারভাবেই চালকের আসনে বাংলাদেশ। শ্রীলংকার দেওয়া ৩৯৭ রানের জবাবে আর মাত্র ৭৯ রানে পিছিয়ে আছে টাইগাররা।
বিজনেস আওয়ার/ ১৭ মে, ২০২২/ শা