বিজনেস আওয়ার প্রতিবেদক : দায়িত্বরত অবস্থায় জঙ্গি ও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন পুলিশের অনেক সদস্য। সড়ক দুর্ঘটনা ও অসুস্থতার কারণেও মারা গেছেন অনেকে। কিন্তু গত কয়েক মাসে করোনায় যত পুলিশ সদস্য জীবন দিয়েছেন, তিন মাসেরও কম সময়ে অতীতে এত পুলিশ সদস্য কখনও মারা যাননি।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণ শুরুর পর ২৮ এপ্রিল প্রথম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য কনস্টেবল জসিম উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত তিন মাসেরও কম সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের ৬০ জন সদস্য।
মার্চে করোনা সংক্রমণ শুরুর পর চিকিৎসকদের পাশাপাশি সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ান। চিকিৎসায় সহায়তা ছাড়াও লাশ দাফন ও সৎকারে পুলিশ সামনে থেকে দায়িত্ব পালন করেছে।
২০২০ সালের শুরুতে অন্য কোনও কারণে পুলিশ সদস্যদের মৃত্যুর কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু ২৮ এপ্রিলের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) একজন এসপি ও একজন এএসপিসহ ৬০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ প্রসঙ্গে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বলেন, দেশে করোনা সংক্রমণ থেকে মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। আর মানুষের সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন, জীবন দিচ্ছেন।
তিনি আরও বলেন, করোনা সংক্রমন পরিস্থিতিও পুলিশ সফলভাবে মোকাবিলা করে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের মৃত্যু খুবই পীড়াদায়ক।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ