স্পোর্টস ডেস্ক : সেঁত-এতিয়েনকে হারিয়ে ১৩তম ফ্রেঞ্চ কাপ জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ফরাসি জায়ান্টদের শিরোপা জয়ের রাতে চোটে পড়েছেন দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। বিপজ্জনক ট্যাকলের শিকার এমবাপ্পের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত
শুক্রবার (২৪ জুলাই) রাতে ফ্রেঞ্চ কাপের ফাইনালের প্রথমার্ধে ফরাসি ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে কান্নাভেজা চোখে। পরে তাকে ডাগআউটে আসতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে। সন্দেহ করা হচ্ছে, এমবাপ্পে বড় ধরনের চোট পেয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচে এমবাপ্পেকে না পাওয়ার সম্ভাবনা বেশি পিএসজি’র।
ম্যাচের ৩১ মিনিটে এমবাপ্পেকে বিপজ্জনক ট্যাকল করেন লোইক পেরিন। যন্ত্রণায় গড়াগড়ি খাওয়া ২১ বছর বয়সী ফরোয়ার্ড এরপর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। এমবাপ্পেকে ফাউল করায় পেরিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে ক্রাচে ভর দিয়ে হলেও ক্যারিয়ারের দশম শিরোপাটি উঁচিয়ে ধরেন এমবাপ্পে।
আগামী ১৩ আগস্ট ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টমাস টুখেলের শিষ্যরা। সেই ম্যাচ মাঠে নামা সম্ভব নাও হতে পারে এমবাপ্পের। এছাড়া ০১ আগস্ট লিঁও’র বিপক্ষে লিগ কাপের ফাইনালও অনিশ্চিত ফরাসি তারকার।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ