বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। দীর্ঘদিন ফর্ম খরায় ভূগতে থাকা মিস্টার ডিপেন্ডেবল জ্বলে উঠলেন শ্রীলঙ্কার বিপক্ষে। আরও একবার নিজের যোগ্যতার জানান দিচ্ছেন তিনি।
প্রথম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রান সংগ্রহ করার মাইলফলকে পৌঁছানোর পাশাপাশি হাঁকিয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেও হাঁসছে তার ব্যাট।
সাত সকালেই মাঠে নেমেছিলেন। ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে দেখেছেন। কিন্তু পথ ভোলেননি। লিটনকে সঙ্গে নিয়ে ২২ গজে দু্যতি ছড়িয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। ১১২ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন আরো ১০৬ বল। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে উইকেটের চারিপাশে দারুণ সব শট খেলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটসম্যান।
ঠান্ডা মাথায় ব্যাট করে লিটনের শতক হাঁকানোয় রাখেন বড় অবদান। থিতু হয়ে নিজেও তুলে নিলেন সেঞ্চুরি। এই যাত্রায় মুশফিকের খেলতে হয়েছে ২১৮ বল, হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে সোমবার (২৩ মে) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
বিজনেস আওয়ার/ ২৩ মে, ২০২২/ এস এইচ