ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকের লড়াইয়ে ৩৬৫ রানে থামলো বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাটিং বিপর্যয়ে ঢাকা টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও একা বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার সঙ্গে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছিলেন।

আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসও যখন সাজঘরে ফিরে যান, তখনও মুশফিক একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন। তার বীরত্বেই টাইগারদের শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করতে পেরেছে। ১১৫ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ইনিংস শেষে ১৭৫ রানে অপরাজিত থাকেন।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগের দিনের ১৩৫ রানের সঙ্গে এদিন আর ৬ রান যোগ করেই কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। তার সংগ্রহ ছিল ২৪৬ বলে ১৪১ রান।

লিটন ফেরার দুই বল পরেই প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন রানের খাতা না খুলেই। রাজিথার অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা মেরে প্রত্যাবর্তনকে বিষাদময় করেছেন তিনি।

এর পর লেজের দিকের ব্যাটারদের নিয়ে মুশফিক লড়াই করে গেছেন। তাইজুল ভালো সঙ্গ দিলেও ৩৭ বলে ১৫ করে তিনিও ফিরে যান লাঞ্চের আগে।

শেষ উইকেটে এবাদতের সঙ্গে ৫৬ বলে ১৬ রান করেন মুশফিক।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুশফিকের লড়াইয়ে ৩৬৫ রানে থামলো বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাটিং বিপর্যয়ে ঢাকা টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও একা বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার সঙ্গে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছিলেন।

আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসও যখন সাজঘরে ফিরে যান, তখনও মুশফিক একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন। তার বীরত্বেই টাইগারদের শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করতে পেরেছে। ১১৫ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ইনিংস শেষে ১৭৫ রানে অপরাজিত থাকেন।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগের দিনের ১৩৫ রানের সঙ্গে এদিন আর ৬ রান যোগ করেই কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। তার সংগ্রহ ছিল ২৪৬ বলে ১৪১ রান।

লিটন ফেরার দুই বল পরেই প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন রানের খাতা না খুলেই। রাজিথার অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা মেরে প্রত্যাবর্তনকে বিষাদময় করেছেন তিনি।

এর পর লেজের দিকের ব্যাটারদের নিয়ে মুশফিক লড়াই করে গেছেন। তাইজুল ভালো সঙ্গ দিলেও ৩৭ বলে ১৫ করে তিনিও ফিরে যান লাঞ্চের আগে।

শেষ উইকেটে এবাদতের সঙ্গে ৫৬ বলে ১৬ রান করেন মুশফিক।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: