বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির প্রথম সন্তান ইব্রাহিম ইব্রাহিম আলী খান। এবার সাইফ পুত্র ইব্রাহিমের অভিষেক হতে চলেছে বলিউডে।
প্রভাবশালী পরিচালক-প্রযোজক করন জোহরের হাত ধরে বলিউডের অনেক তারকা সন্তান চলচ্চিত্রে পা রেখেছেন। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, মালায়ালাম ভাষার ব্যবসাসফল সিনেমা ‘হৃদয়াম’। গত বছর মুক্তি পায় সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মোহনলালের পুত্র প্রণব মোহনলাল। এই সিনেমার হিন্দি রিমেকের রাইটস কিনেছেন করন জোহর। শোনা যাচ্ছে, রিমেক সিনেমাটির মাধ্যমেই অভিনয়ে আসছেন ইব্রাহিম আলী খান।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন—‘বেশ কিছু দিন ধরেই ইব্রাহিমের জন্য ভালো একটি সিনেমা খুঁজছিলেন করন জোহর। বলিউডে পা রাখার জন্য ইব্রাহিমের এটি সেরা প্রজেক্ট।’
উল্লেখ্য, সাইফ আলী খানের কন্যা সারা আলী খান ইতোপূর্বেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন এবং তারকা খ্যাতি পেয়েছেন। এখন দেখার পালা, বাবার মতো ছেলে ইব্রাহিম দর্শকের নজর কাড়তে পারেন কিনা।
বিজনেস আওয়ার/ ২৯ মে, ২০২২/ এস এইচ