ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বর ক্লোজিং ৯০ কোম্পানির মুনাফা ১৫৬৬৮ কোটি টাকা, পে আউট রেশিও বেড়ে ৬৯%

একসময় শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরনে উদ্যোক্তা/পরিচালকদের অনেক অনীহা থাকলেও এখন তার অনেক পরিবর্তন হয়েছে। যার ধারবাহিকতায় সম্প্রতি ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর পর্ষদ মুনাফার ৬৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পরিমাণ জুন ক্লোজিং কোম্পানিগুলোর ক্ষেত্রে ছিল ৫৪ শতাংশ।

এই পরিবর্তন অবশ্য এমনি এমনিতেই হয়নি। এজন্য আইন পর্যন্ত করতে হয়েছে। যা করতে কাজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুরুতে ড. খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিগত কমিশন বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। তারা ব্যবসা সম্প্রসারন ছাড়া বোনাস শেয়ারে নিরুৎসাহিত করেন ওই কমিশন। এরপরে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ (কমপক্ষে অর্ধেক নগদ) লভ্যাংশ দেওয়ার আইনে প্রণয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যান খায়রুল হোসেনের কমিশন। এরপরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আরও শক্ত অবস্থান নিতে শুরু করেছে।

দেখা গেছে, গত কয়েক মাসে (জানুয়ারি- মে ২০২২) লভ্যাংশ সংক্রান্ত সভা করা শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯০ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৫ হাজার ৬৬৮ কোটি ২০ লাখ টাকা। এরমধ্য থেকে ৮২ কোম্পানি ৯ হাজার ৩০১ কোটি ৭২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৬ হাজার ৩৬৬ কোটি ৪৮ লাখ টাকা কোম্পানিতে রেখে দেওয়া হবে। এ হিসেবে মুনাফার ৫৯ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

এছাড়া ওই ৯০ কোম্পানির মধ্যে ২৮ কোম্পানি থেকে ১৫৩ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৫৬৩টি বা ১ হাজার ৫৩৬ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬৩০ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ১০ হাজার ৮৩৮ কোটি ৫৮ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) হবে ৬৯ শতাংশ।

এর আগে ২০২১ সালের জুন ক্লোজিং ২১৯ কোম্পানির ১৬ হাজার ৬৮৬ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফার মধ্য থেকে ৮ হাজার ৫৮০ কোটি ৫৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৫০ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৫২টি বা ৫০০ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৫২০ টাকার বোনাস শেয়ার দেওয়া হয়। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ৯ হাজার ৮১ কোটি ৩০ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়। যা বিবেচনায় ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) ছিল ৫৪ শতাংশ।

এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশতো শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত করে। সে বিবেচনায় ৬৯% পে আউট রেশিও অনেক ভালো। তবে ব্যবসা বাড়াতে রিটেইন আর্নিংসেরও দরকার আছে।

একই বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারনের জন্য রিটেইন আর্নিংসের দরকার আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা অসৎ উদ্দেশ্যে লভ্যাংশ না দিয়ে এই রিটেইন আর্নিংস বাড়াতে চায়। যেখানে বহূজাতিক কোম্পানিগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি সত্ত্বেও নিয়মিত ব্যবসা বাড়ছে। এসব কারনে দেশীয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক কম। এ বিবেচনায় মুনাফার ৬৯% লভ্যাংশ ঘোষণাকে ভালো বলা যায়। 

কোম্পানিগুলোর মধ্যে মুনাফায় সবচেয়ে এগিয়ে রয়েছে বহূজাতিক গ্রামীনফোন। এ কোম্পানির ২০২১ সালে ৩ হাজার ৪১৩ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৪৯৬ কোটি ৮৮ লাখ টাকার মুনাফা হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের। হাজার কোটির ঘরে শুধুমাত্র এই ২ কোম্পানির মুনাফা হয়েছে।

এদিকে ৫০০ থেকে ১ হাজার কোটির মধ্যে মুনাফা অর্জন করেছে ৩ কোম্পানি। এরমধ্যে সবার উপরে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এছাড়া তালিকায় রয়েছে ব্যাংক খাতের সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
ডাচ-বাংলা ব্যাংক৫৫৫.৯৭
সিটি ব্যাংক৫৪৯.৬১
ব্র্যাক ব্যাংক৫৪৭.১২

মুনাফার ন্যায় লভ্যাংশ প্রদানেও সবার উপরে গ্রামীনফোন। এ কোম্পানিটির পর্ষদ ২৫০% হারে ৩ হাজার ৩৭৫ কোটি ৭৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ১ হাজার কোটি টাকার উপরে শেয়ারহোল্ডারদের জন্য বিএটিবিসি পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে। আর তৃতীয় সর্বোচ্চ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জ হোলসিমের পর্ষদ।

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীণফোন২৫০% নগদ (অন্তর্বর্তীসহ)৩৩৭৫.৭৫
বিএটিবিসি২৭৫% নগদ (অন্তর্বর্তীসহ)১৪৮৫
লাফার্জ হোলসিম২৫% নগদ২৯০.৩৪

৯০ কোম্পানির মধ্যে বাটা সু ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের পর্ষদ লোকসান সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করেছে। আর মুনাফা করেও লভ্যাংশ ঘোষনা করেনি ন্যাশনাল ব্যাংকের পর্ষদ।

এদিকে ৯০ কোম্পানির মধ্যে জুন ক্লোজিং ৪ কোম্পানির পর্ষদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মুন্নু ফেব্রিক্স ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর কেঅ্যান্ডকিউ এর পর্ষদ সবার জন্য অন্তর্বর্তকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

নিম্নে ৯০ কোম্পানির মুনাফা ও লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

   *শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের সংখ্যামুনাফার পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীণফোন২৫০% নগদ (অন্তর্বর্তীসহ)৩৩৭৫.৭৫ ৩৪১৩.৫৬
বিএটিবিসি২৭৫% নগদ (অন্তর্বর্তীসহ)১৪৮৫ ১৪৯৬.৮৮
লাফার্জ হোলসিম২৫% নগদ২৯০.৩৪ ৩৮৭.৯০
রবি আজিয়াটা৫% নগদ (অন্তর্বর্তীসহ)২৬১.৯০ ১৭৮.০৯
ম্যারিকো৮০০% নগদ (অন্তর্বর্তীসহ)২৫২ ৩৫৫.৩৮
প্রাইম ব্যাংক১৭.৫০% নগদ১৯৮.১৫ ৩২৪.৯৭
ব্যাংক এশিয়া১৫% নগদ১৭৪.৮৯ ২৭২.৮২
ইসলামী ব্যাংক১০% নগদ১৬১ ৪৮১.৩৯
আল-আরাফাহ ব্যাংক১৫% নগদ১৫৯.৭৪ ২০৮.৭২
এক্সিম ব্যাংক১০% নগদ১৪৪.৭৬ ২১৫.৬৯
বার্জার পেইন্টস৩০০% নগদ১৩৯.১৩ ২০০.২৬
যমুনা ব্যাংক১৭.৫% নগদ১৩১.১১ ২৫০.৯৯
পূবালি ব্যাংক১২.৫% নগদ১২৮.৫৪ ৪৩৪.৯৭
ঢাকা ব্যাংক১২% নগদ১১৩.৯৫ ২১৩.৬৭
লিন্ডে বিডি৫৫০% নগদ৮৩.৭০ ১২২.৫৮
রেকিট বেনকিজার১৬৫০% নগদ৭৭.৯৬ ৮০.৮১
সিঙ্গার বাংলাদেশ৬০% নগদ৫৯.৮২ ৫১.৮৪
লংকাবাংলা ফাইন্যান্স১০% নগদ৫৩.৮৮ ১৩০.৫৯
ইউনিলিভার৪৪০% নগদ৫৩ ৫২.৭৬
আইপিডিসি১২% নগদ৪৪.৫৩ ৮৭.৯৫
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স২৫% নগদ২৬.২৯ ৫৮.৭৯
প্রগতি ইন্স্যুরেন্স৩৫% নগদ২২.৯৬ ৩৭.৫২
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স১৬% নগদ১৮.৭২ ২৬.১০
ইউনাইটেড ফাইন্যান্স১০% নগদ১৮.৭১ ২২.২৭
ইসলামিক ফাইন্যান্স১০.৫০% নগদ১৪.৭৩ ১৮.৫২
হাইডেলবার্গ সিমেন্ট২৬% নগদ১৪.৬৯ ৪৭.৫২
বাটা সু১০০% নগদ (অন্তর্বর্তীসহ)১৩.৬৮ (৬.৮৫)
ঢাকা ইন্স্যুরেন্স২৫% নগদ১০.০৩ ১৪.৬১
এমবিএল ফার্স্ট ফান্ড১০% নগদ১০ ১০
এআইবিএল ফার্স্ট ফান্ড১০% নগদ১০ ১০
সেন্ট্রাল ইন্স্যুরেন্স১৮% নগদ৯.৫৭ ১২.৮১
ইস্টার্ন ইন্স্যুরেন্স২২% নগদ৯.৪৮ ২২.২৪
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স১০% নগদ৮.৩৯ ১২.৬৮
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স১৮% নগদ৭.৯৭ ১৪.২৯
রূপালি ইন্স্যুরেন্স১০% নগদ৭.৬৭ ১.৭৯
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স১৮% নগদ৭.৬২ ১০.৫৯
ফেডারেল ইন্স্যুরেন্স১০% নগদ৭.১০ ৯.৬৬
এশিয়া ইন্স্যুরেন্স১৫% নগদ৭.০৬ ১৫.৪৮
সিটি জেনারেল ইন্স্যুরেন্স১০% নগদ৬.৮২ ১১.৪৫
ফনিক্স ইন্স্যুরেন্স১৫% নগদ৬.০৫ ৮.৮৮
পিপলস ইন্স্যুরেন্স১২.৫% নগদ৫.৭৮ ১১.৯২
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স১৩% নগদ৫.৬৩ ৯.৯১
কর্ণফুলি ইন্স্যুরেন্স১২% নগদ৫.৩৯ ১০.৬৪
নিটল ইন্স্যুরেন্স১২.৫০% নগদ৫.০৩ ১১.৭৮
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স১২% নগদ৪.৯৯ ৬.২৮
গ্লোবাল ইন্স্যুরেন্স১২% নগদ৪.৮৭ ৬.৫৭
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স১২% নগদ৪.৮০ ১০.৬২
অগ্রনি ইন্স্যুরেন্স১৫% নগদ৪.৭৬ ৫.৩৪
ইউনাইটেড ইন্স্যুরেন্স১০% নগদ৪.৪৫ ৭.৩৪
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স১০% নগদ৪.৩১ ৮.৯৬
নর্দার্ণ ইন্স্যুরেন্স১০% নগদ৪.২৭ ৭.৫১
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স১০% নগদ৪.০৭ ১২.৩২
ক্রিস্টাল ইন্স্যুরেন্স১০% নগদ ১১.৩২
দেশ জেনারেল ইন্স্যুরেন্স১০% নগদ ৪.৫৯
ঢাকা ডাইং২% নগদ১.৭৪ ৫.২৩
* খান ব্রাদার্স২% নগদ (অন্তর্বর্তী)১.৩৭ (১.১৮)
*  মুন্নু ফেব্রিক্স১% নগদ (অন্তর্বর্তী)০.৬১ ০.৫৮
* অলটেক্স ইন্ডাস্ট্রিজ১% নগদ (অন্তর্বর্তী)০.৩৬ ০.৬৭
** কেঅ্যান্ডকিউ৫% নগদ (অন্তর্বর্তী)০.২৬ ০.৩৬
সিটি ব্যাংক১২.৫% নগদ ও ১২.৫% বোনাস১৩৩.৪০১৩৩৪০০৭৪৯৫৪৯.৬১
প্রিমিয়ার ব্যাংক১২.৫% নগদ ও ১০% বোনাস১৩০.৩৮১০৪৩০৭০৭৩৩২৮.৫৭
মার্কেন্টাইল ব্যাংক১২.৫% নগদ ও ৫% বোনাস১২৯.১৫৫১৬৬০৮৫১৩৫৭.৪৯
এনসিসি ব্যাংক১২% নগদ ও ৪% বোনাস১২২.০২৪০৬৭৪৮৩৯২৫০.১৫
ইস্টার্ন ব্যাংক১২.৫% নগদ ও ১২.৫% বোনাস১১৯.২৩১১৯২৩৩০৫৯৪৭৯.৮০
ডাচ-বাংলা ব্যাংক১৭.৫% নগদ ও ১০% বোনাস১১০.৬৯৬৩২৫০০০০৫৫৫.৯৭
ব্র্যাক ব্যাংক৭.৫% নগদ ও ৭.৫% বোনাস১০৪.৪১১০৪৪১২৯৩০৫৪৭.১২
শাহজালাল ব্যাংক১০% নগদ ও ৫% বোনাস১০২.৯১৫১৪৫৪৮৪৮২৫৯.৩৩
সাউথইস্ট ব্যাংক৮% নগদ ও ৪% বোনাস৯৫.১২৪৭৫৫৭৬২১১৭৮.৩৪
ট্রাস্ট ব্যাংক১২.৫% নগদ ও ১০% বোনাস৮৮.৪৫৭০৭৬২৫৫৮২৬৭.৪৮
উত্তরা ব্যাংক১৪% নগদ ও ১৪% বোনাস৭৯.০৬৭৯০৫৫৬৭৪২২১.৯২
আইডিএলসি১৫% নগদ ও ৫% বোনাস৫৯.৩৯১৯৭৯৫১৬৬২১১.৪১
এনআরবিসি ব্যাংক৭.৫% নগদ ও ৭.৫% বোনাস৫৫.৩২৫৫৩২৩২১৪২২৬.৪৬
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৯.৮১৪৯৮০৯৯১১৩৩৪.৭২
ইউনিয়ন ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৯.৩৫৪৯৩২৬৬৮৮৮৭.২৪
স্যোসাল ইসলামী ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৯.২৫৪৯২৪৫৪৪২১৭৫.৩১
স্ট্যান্ডার্ড ব্যাংক৩% নগদ ও ৩% বোনাস৩০.৯৩৩০৯৩৪২১৭৭৯.৪০
ডেল্টা ব্র্যাক হাউজিং১৫% নগদ ও ১০% বোনাস২৬.৫৯১৭৭২৬৩৯৭১০৪.৪১
সাউথবাংলা ব্যাংক৩% নগদ ও ১% বোনাস২৪.৪৮৮১৬০৩১৩৫৩.৯৯
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২৫% নগদ ও ১০% বোনাস১৯.২৪৭৬৯৭৮৬৯৫৮.৬৬
এবি ব্যাংক২% নগদ ও ৩% বোনাস১৬.৭২২৫০৭৫১৬০৭১.৮৮
রিপাবলিক ইন্স্যুরেন্স১০% নগদ ও ৫% বোনাস৪.৯৬২৪৮০৯১৪১১.৮১
প্রভাতি ইন্স্যুরেন্স১০% নগদ ও ১৬% বোনাস৩.৪৮৫৫৬০৩০৯১৪.৯৪
ইউসিবি১০% বোনাস ১২৭৮৩৯৬৯৫২৪৫.৪৫
আইএফআইসি ব্যাংক৫% বোনাস ৮৫০৪৩৩৭৮২৫৩.৪৩
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১০% বোনাস ৮১২৪৯৫৬৬২৯৭.৩৭
ওয়ান ব্যাংক৫% বোনাস ৪৬৭০২০২৩৮৪.০৬
রূপালি ব্যাংক২% বোনাস ৯১১৭০৯৯৫০.১১
ন্যাশনাল ব্যাংক০০  ৩৮.৬৪
আইসিবি ইসলামীক ব্যাংক০০  (৩৯.২২)
ইউনিয়ন ক্যাপ০০  (১৩৮.৫৮)
মোট ৯০ কোম্পানি ৯৩০১.৭২ কোটি টাকা  ১৫৩৬৮৫৭৫৬৩টি১৫৬৬৮.২ কোটি টাকা

বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিসেম্বর ক্লোজিং ৯০ কোম্পানির মুনাফা ১৫৬৬৮ কোটি টাকা, পে আউট রেশিও বেড়ে ৬৯%

পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

একসময় শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরনে উদ্যোক্তা/পরিচালকদের অনেক অনীহা থাকলেও এখন তার অনেক পরিবর্তন হয়েছে। যার ধারবাহিকতায় সম্প্রতি ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর পর্ষদ মুনাফার ৬৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পরিমাণ জুন ক্লোজিং কোম্পানিগুলোর ক্ষেত্রে ছিল ৫৪ শতাংশ।

এই পরিবর্তন অবশ্য এমনি এমনিতেই হয়নি। এজন্য আইন পর্যন্ত করতে হয়েছে। যা করতে কাজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুরুতে ড. খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিগত কমিশন বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। তারা ব্যবসা সম্প্রসারন ছাড়া বোনাস শেয়ারে নিরুৎসাহিত করেন ওই কমিশন। এরপরে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ (কমপক্ষে অর্ধেক নগদ) লভ্যাংশ দেওয়ার আইনে প্রণয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যান খায়রুল হোসেনের কমিশন। এরপরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আরও শক্ত অবস্থান নিতে শুরু করেছে।

দেখা গেছে, গত কয়েক মাসে (জানুয়ারি- মে ২০২২) লভ্যাংশ সংক্রান্ত সভা করা শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯০ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৫ হাজার ৬৬৮ কোটি ২০ লাখ টাকা। এরমধ্য থেকে ৮২ কোম্পানি ৯ হাজার ৩০১ কোটি ৭২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৬ হাজার ৩৬৬ কোটি ৪৮ লাখ টাকা কোম্পানিতে রেখে দেওয়া হবে। এ হিসেবে মুনাফার ৫৯ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

এছাড়া ওই ৯০ কোম্পানির মধ্যে ২৮ কোম্পানি থেকে ১৫৩ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৫৬৩টি বা ১ হাজার ৫৩৬ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬৩০ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ১০ হাজার ৮৩৮ কোটি ৫৮ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) হবে ৬৯ শতাংশ।

এর আগে ২০২১ সালের জুন ক্লোজিং ২১৯ কোম্পানির ১৬ হাজার ৬৮৬ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফার মধ্য থেকে ৮ হাজার ৫৮০ কোটি ৫৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৫০ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৫২টি বা ৫০০ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৫২০ টাকার বোনাস শেয়ার দেওয়া হয়। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ৯ হাজার ৮১ কোটি ৩০ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়। যা বিবেচনায় ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) ছিল ৫৪ শতাংশ।

এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশতো শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত করে। সে বিবেচনায় ৬৯% পে আউট রেশিও অনেক ভালো। তবে ব্যবসা বাড়াতে রিটেইন আর্নিংসেরও দরকার আছে।

একই বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারনের জন্য রিটেইন আর্নিংসের দরকার আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা অসৎ উদ্দেশ্যে লভ্যাংশ না দিয়ে এই রিটেইন আর্নিংস বাড়াতে চায়। যেখানে বহূজাতিক কোম্পানিগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি সত্ত্বেও নিয়মিত ব্যবসা বাড়ছে। এসব কারনে দেশীয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক কম। এ বিবেচনায় মুনাফার ৬৯% লভ্যাংশ ঘোষণাকে ভালো বলা যায়। 

কোম্পানিগুলোর মধ্যে মুনাফায় সবচেয়ে এগিয়ে রয়েছে বহূজাতিক গ্রামীনফোন। এ কোম্পানির ২০২১ সালে ৩ হাজার ৪১৩ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৪৯৬ কোটি ৮৮ লাখ টাকার মুনাফা হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের। হাজার কোটির ঘরে শুধুমাত্র এই ২ কোম্পানির মুনাফা হয়েছে।

এদিকে ৫০০ থেকে ১ হাজার কোটির মধ্যে মুনাফা অর্জন করেছে ৩ কোম্পানি। এরমধ্যে সবার উপরে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এছাড়া তালিকায় রয়েছে ব্যাংক খাতের সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
ডাচ-বাংলা ব্যাংক৫৫৫.৯৭
সিটি ব্যাংক৫৪৯.৬১
ব্র্যাক ব্যাংক৫৪৭.১২

মুনাফার ন্যায় লভ্যাংশ প্রদানেও সবার উপরে গ্রামীনফোন। এ কোম্পানিটির পর্ষদ ২৫০% হারে ৩ হাজার ৩৭৫ কোটি ৭৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ১ হাজার কোটি টাকার উপরে শেয়ারহোল্ডারদের জন্য বিএটিবিসি পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে। আর তৃতীয় সর্বোচ্চ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জ হোলসিমের পর্ষদ।

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীণফোন২৫০% নগদ (অন্তর্বর্তীসহ)৩৩৭৫.৭৫
বিএটিবিসি২৭৫% নগদ (অন্তর্বর্তীসহ)১৪৮৫
লাফার্জ হোলসিম২৫% নগদ২৯০.৩৪

৯০ কোম্পানির মধ্যে বাটা সু ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের পর্ষদ লোকসান সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করেছে। আর মুনাফা করেও লভ্যাংশ ঘোষনা করেনি ন্যাশনাল ব্যাংকের পর্ষদ।

এদিকে ৯০ কোম্পানির মধ্যে জুন ক্লোজিং ৪ কোম্পানির পর্ষদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মুন্নু ফেব্রিক্স ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর কেঅ্যান্ডকিউ এর পর্ষদ সবার জন্য অন্তর্বর্তকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

নিম্নে ৯০ কোম্পানির মুনাফা ও লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

   *শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের সংখ্যামুনাফার পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীণফোন২৫০% নগদ (অন্তর্বর্তীসহ)৩৩৭৫.৭৫ ৩৪১৩.৫৬
বিএটিবিসি২৭৫% নগদ (অন্তর্বর্তীসহ)১৪৮৫ ১৪৯৬.৮৮
লাফার্জ হোলসিম২৫% নগদ২৯০.৩৪ ৩৮৭.৯০
রবি আজিয়াটা৫% নগদ (অন্তর্বর্তীসহ)২৬১.৯০ ১৭৮.০৯
ম্যারিকো৮০০% নগদ (অন্তর্বর্তীসহ)২৫২ ৩৫৫.৩৮
প্রাইম ব্যাংক১৭.৫০% নগদ১৯৮.১৫ ৩২৪.৯৭
ব্যাংক এশিয়া১৫% নগদ১৭৪.৮৯ ২৭২.৮২
ইসলামী ব্যাংক১০% নগদ১৬১ ৪৮১.৩৯
আল-আরাফাহ ব্যাংক১৫% নগদ১৫৯.৭৪ ২০৮.৭২
এক্সিম ব্যাংক১০% নগদ১৪৪.৭৬ ২১৫.৬৯
বার্জার পেইন্টস৩০০% নগদ১৩৯.১৩ ২০০.২৬
যমুনা ব্যাংক১৭.৫% নগদ১৩১.১১ ২৫০.৯৯
পূবালি ব্যাংক১২.৫% নগদ১২৮.৫৪ ৪৩৪.৯৭
ঢাকা ব্যাংক১২% নগদ১১৩.৯৫ ২১৩.৬৭
লিন্ডে বিডি৫৫০% নগদ৮৩.৭০ ১২২.৫৮
রেকিট বেনকিজার১৬৫০% নগদ৭৭.৯৬ ৮০.৮১
সিঙ্গার বাংলাদেশ৬০% নগদ৫৯.৮২ ৫১.৮৪
লংকাবাংলা ফাইন্যান্স১০% নগদ৫৩.৮৮ ১৩০.৫৯
ইউনিলিভার৪৪০% নগদ৫৩ ৫২.৭৬
আইপিডিসি১২% নগদ৪৪.৫৩ ৮৭.৯৫
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স২৫% নগদ২৬.২৯ ৫৮.৭৯
প্রগতি ইন্স্যুরেন্স৩৫% নগদ২২.৯৬ ৩৭.৫২
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স১৬% নগদ১৮.৭২ ২৬.১০
ইউনাইটেড ফাইন্যান্স১০% নগদ১৮.৭১ ২২.২৭
ইসলামিক ফাইন্যান্স১০.৫০% নগদ১৪.৭৩ ১৮.৫২
হাইডেলবার্গ সিমেন্ট২৬% নগদ১৪.৬৯ ৪৭.৫২
বাটা সু১০০% নগদ (অন্তর্বর্তীসহ)১৩.৬৮ (৬.৮৫)
ঢাকা ইন্স্যুরেন্স২৫% নগদ১০.০৩ ১৪.৬১
এমবিএল ফার্স্ট ফান্ড১০% নগদ১০ ১০
এআইবিএল ফার্স্ট ফান্ড১০% নগদ১০ ১০
সেন্ট্রাল ইন্স্যুরেন্স১৮% নগদ৯.৫৭ ১২.৮১
ইস্টার্ন ইন্স্যুরেন্স২২% নগদ৯.৪৮ ২২.২৪
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স১০% নগদ৮.৩৯ ১২.৬৮
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স১৮% নগদ৭.৯৭ ১৪.২৯
রূপালি ইন্স্যুরেন্স১০% নগদ৭.৬৭ ১.৭৯
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স১৮% নগদ৭.৬২ ১০.৫৯
ফেডারেল ইন্স্যুরেন্স১০% নগদ৭.১০ ৯.৬৬
এশিয়া ইন্স্যুরেন্স১৫% নগদ৭.০৬ ১৫.৪৮
সিটি জেনারেল ইন্স্যুরেন্স১০% নগদ৬.৮২ ১১.৪৫
ফনিক্স ইন্স্যুরেন্স১৫% নগদ৬.০৫ ৮.৮৮
পিপলস ইন্স্যুরেন্স১২.৫% নগদ৫.৭৮ ১১.৯২
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স১৩% নগদ৫.৬৩ ৯.৯১
কর্ণফুলি ইন্স্যুরেন্স১২% নগদ৫.৩৯ ১০.৬৪
নিটল ইন্স্যুরেন্স১২.৫০% নগদ৫.০৩ ১১.৭৮
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স১২% নগদ৪.৯৯ ৬.২৮
গ্লোবাল ইন্স্যুরেন্স১২% নগদ৪.৮৭ ৬.৫৭
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স১২% নগদ৪.৮০ ১০.৬২
অগ্রনি ইন্স্যুরেন্স১৫% নগদ৪.৭৬ ৫.৩৪
ইউনাইটেড ইন্স্যুরেন্স১০% নগদ৪.৪৫ ৭.৩৪
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স১০% নগদ৪.৩১ ৮.৯৬
নর্দার্ণ ইন্স্যুরেন্স১০% নগদ৪.২৭ ৭.৫১
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স১০% নগদ৪.০৭ ১২.৩২
ক্রিস্টাল ইন্স্যুরেন্স১০% নগদ ১১.৩২
দেশ জেনারেল ইন্স্যুরেন্স১০% নগদ ৪.৫৯
ঢাকা ডাইং২% নগদ১.৭৪ ৫.২৩
* খান ব্রাদার্স২% নগদ (অন্তর্বর্তী)১.৩৭ (১.১৮)
*  মুন্নু ফেব্রিক্স১% নগদ (অন্তর্বর্তী)০.৬১ ০.৫৮
* অলটেক্স ইন্ডাস্ট্রিজ১% নগদ (অন্তর্বর্তী)০.৩৬ ০.৬৭
** কেঅ্যান্ডকিউ৫% নগদ (অন্তর্বর্তী)০.২৬ ০.৩৬
সিটি ব্যাংক১২.৫% নগদ ও ১২.৫% বোনাস১৩৩.৪০১৩৩৪০০৭৪৯৫৪৯.৬১
প্রিমিয়ার ব্যাংক১২.৫% নগদ ও ১০% বোনাস১৩০.৩৮১০৪৩০৭০৭৩৩২৮.৫৭
মার্কেন্টাইল ব্যাংক১২.৫% নগদ ও ৫% বোনাস১২৯.১৫৫১৬৬০৮৫১৩৫৭.৪৯
এনসিসি ব্যাংক১২% নগদ ও ৪% বোনাস১২২.০২৪০৬৭৪৮৩৯২৫০.১৫
ইস্টার্ন ব্যাংক১২.৫% নগদ ও ১২.৫% বোনাস১১৯.২৩১১৯২৩৩০৫৯৪৭৯.৮০
ডাচ-বাংলা ব্যাংক১৭.৫% নগদ ও ১০% বোনাস১১০.৬৯৬৩২৫০০০০৫৫৫.৯৭
ব্র্যাক ব্যাংক৭.৫% নগদ ও ৭.৫% বোনাস১০৪.৪১১০৪৪১২৯৩০৫৪৭.১২
শাহজালাল ব্যাংক১০% নগদ ও ৫% বোনাস১০২.৯১৫১৪৫৪৮৪৮২৫৯.৩৩
সাউথইস্ট ব্যাংক৮% নগদ ও ৪% বোনাস৯৫.১২৪৭৫৫৭৬২১১৭৮.৩৪
ট্রাস্ট ব্যাংক১২.৫% নগদ ও ১০% বোনাস৮৮.৪৫৭০৭৬২৫৫৮২৬৭.৪৮
উত্তরা ব্যাংক১৪% নগদ ও ১৪% বোনাস৭৯.০৬৭৯০৫৫৬৭৪২২১.৯২
আইডিএলসি১৫% নগদ ও ৫% বোনাস৫৯.৩৯১৯৭৯৫১৬৬২১১.৪১
এনআরবিসি ব্যাংক৭.৫% নগদ ও ৭.৫% বোনাস৫৫.৩২৫৫৩২৩২১৪২২৬.৪৬
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৯.৮১৪৯৮০৯৯১১৩৩৪.৭২
ইউনিয়ন ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৯.৩৫৪৯৩২৬৬৮৮৮৭.২৪
স্যোসাল ইসলামী ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৯.২৫৪৯২৪৫৪৪২১৭৫.৩১
স্ট্যান্ডার্ড ব্যাংক৩% নগদ ও ৩% বোনাস৩০.৯৩৩০৯৩৪২১৭৭৯.৪০
ডেল্টা ব্র্যাক হাউজিং১৫% নগদ ও ১০% বোনাস২৬.৫৯১৭৭২৬৩৯৭১০৪.৪১
সাউথবাংলা ব্যাংক৩% নগদ ও ১% বোনাস২৪.৪৮৮১৬০৩১৩৫৩.৯৯
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২৫% নগদ ও ১০% বোনাস১৯.২৪৭৬৯৭৮৬৯৫৮.৬৬
এবি ব্যাংক২% নগদ ও ৩% বোনাস১৬.৭২২৫০৭৫১৬০৭১.৮৮
রিপাবলিক ইন্স্যুরেন্স১০% নগদ ও ৫% বোনাস৪.৯৬২৪৮০৯১৪১১.৮১
প্রভাতি ইন্স্যুরেন্স১০% নগদ ও ১৬% বোনাস৩.৪৮৫৫৬০৩০৯১৪.৯৪
ইউসিবি১০% বোনাস ১২৭৮৩৯৬৯৫২৪৫.৪৫
আইএফআইসি ব্যাংক৫% বোনাস ৮৫০৪৩৩৭৮২৫৩.৪৩
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১০% বোনাস ৮১২৪৯৫৬৬২৯৭.৩৭
ওয়ান ব্যাংক৫% বোনাস ৪৬৭০২০২৩৮৪.০৬
রূপালি ব্যাংক২% বোনাস ৯১১৭০৯৯৫০.১১
ন্যাশনাল ব্যাংক০০  ৩৮.৬৪
আইসিবি ইসলামীক ব্যাংক০০  (৩৯.২২)
ইউনিয়ন ক্যাপ০০  (১৩৮.৫৮)
মোট ৯০ কোম্পানি ৯৩০১.৭২ কোটি টাকা  ১৫৩৬৮৫৭৫৬৩টি১৫৬৬৮.২ কোটি টাকা

বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: